top of page

যাপনচিত্র উৎসব ২০

Writer's picture: সুন্দরমসুন্দরম

Updated: Aug 7, 2023



দুই দশকের যাত্রাপথ পেরিয়ে যাপনচিত্র তার বিংশতম বর্ষ উদযাপন করলো গত ৩১শে মার্চ থেকে ২রা এপ্রিল, যথাক্রমে শিশির মঞ্চ এবং রোটারি সদনে। আত্মপ্রকাশের দিন থেকেই যাপনচিত্র তরুণ কবি ও লেখকদের আশ্রয়স্থল। যাপনচিত্র পত্রিকার সম্পাদক কবি প্রবাল কুমার বসু এবং প্রকাশক বর্ণালী রায়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হয়ে উঠেছিল সর্বভারতীয় শিল্পী-কবি-সাহিত্যিকদের মিলনস্থল।


কুড়ি পূর্ণ করে একুশে পা রাখার সন্ধিক্ষণটি উদযাপিত হলো তিন দিনব্যাপী "যাপনচিত্র ২০" উৎসবের মধ্য দিয়ে। এই উৎসব উপলক্ষ্যে যাপনচিত্র পত্রিকার উদ্যোগে তিনটি বিশেষ সম্মাননার আত্মপ্রকাশ ঘটল : সর্বভারতীয় স্তরে কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য "যাপনচিত্র ন্যাশনাল পোয়েট্রি অ্যাওয়ার্ড" পেলেন অসমীয়া কবিতা পরম্পরার সার্থক উত্তরসূরী জীবন নরহ, সমসাময়িক বাংলা কবিতায় নিজস্ব কাব্যভাষা নির্মাণ এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য "দেবকুমার বসু যাপনচিত্র কবিতা সম্মান" পেলেন তরুণ কবি অভিজিৎ বেরা এবং বাংলা বই-র প্রচ্ছদ নির্মাণে বিশেষ অবদানের জন্য "যাপনচিত্র প্রচ্ছদ শিল্পী পুরস্কার" পেলেন প্রখ্যাত প্রচ্ছদশিল্পী দেবাশীষ সাহা।


"যাপনচিত্র ২০" উৎসবের প্রথম দিন মুখরিত হয়ে উঠেছিল সর্বভারতীয় শিল্প-সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্কমন্ডলী অরুণ কমল, হেমন্ত দিভতে, এইচ. এস. শিবপ্রকাশ, মৃত্যুঞ্জয় সিং, যতীশ কুমার, হিরণ মিত্র এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের যোগদানে। সঙ্গে, সাত্যকি ব্যানার্জীর একক গায়ন দর্শককে করেছে মন্ত্রমুগ্ধ।


উৎসবের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল "How Literary are the Literature Festivals"--- এই বিষয়ের ওপর জাতীয় স্তরের আলোচনা এবং কবি প্রবালকুমার বসুর কাব্যগ্রন্থ "রাষ্ট্র বলছে" অবলম্বনে কবিতা কোলাজ।


তৃতীয় দিনের আলোচনার বিষয়বস্তু ছিল "কেন কবিতার বই প্রকাশ করব?" এবং একটি মনোগ্রাহী বিতর্ক : "কবিতা নয়, পুরস্কার"।


তিনদিনের এই অনুষ্ঠানে, প্রতিদিনই দুটি করে পর্বে তরুণ কবিদের কবিতা পাঠ উৎসবের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল।


কলকাতার সংস্কৃতি ও সাহিত্যের পরিমণ্ডলে এহেন জাতীয়স্তরের পুরস্কার প্রদান এবং সর্বভারতীয় কবি-সাহিত্যিকদের মহতী উপস্থিতি, আলোচনা সভা এবং বিপুল আয়োজন যাপনচিত্র পত্রিকার হাত ধরেই সূচিত হলো; কোন লিটিল ম্যাগাজিনের একক উদ্যোগে সর্বভারতীয় মানদণ্ডের এমন আয়োজন কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই প্রথম।




প্রতিবেদক : সুন্দরম

Comments


bottom of page