একটা ভাঙা রাস্তা আর প্রতিদিন একই দূরত্ব
পাশে দাঁড়ানো গাছ রোজ কিছু বলে
কী যেন ভেসেছিল বাতাসে
লেবু পাতার গন্ধের মতো কিছুটা সময়
কিন্তু এসবের সঙ্গে এই লেখার কী সম্পর্ক?
এসব কথা কবে পুরনো হয়ে গেছে
চলে যাওয়ার আগে, ঠিক আগে
ঘড়িতে ভেঙ্গে পড়ছে রাত দশটার পুরনো প্রেম
খুব কাছে এসে কেউ বলে যাচ্ছে, এ শহর তোমার নয়
এই লেখা তোমার দূরের আত্মীয়
আর দূরত্ব পার হতে হতে প্রতিদিন ভেঙ্গে যাচ্ছে রাস্তা
Comments