শব্দের ভিতরে সত্য
আর
সত্যের ভিতরে শব্দ
দুই-ই এক নির্বিকল্প মিথুন-মুদ্রা
আমাদের একমাত্র ঈশ্বর
একমাত্র আমরা
অগণিত সূর্যের শোষণ ক্রিয়ার শেষেও
যেভাবে অস্বীকার করে যাই
সমস্ত ক্রাইম প্রকৃতির অজুহাতে।
এক নিদারুণ অসহায় হাওয়া
আমাদের ভিতরে, বাইরে
কেবলমাত্র যন্ত্র ছাড়া আর কিছুই
যুক্তি দিয়ে চলে না;
তবু অস্ত্র বলতে এটুকুই
ফলত লোহা এবং তড়িৎ
স্থিতি এবং গতি
দুই অন্তর্মুখী পথ, নিয়ে যায় জীবনের থেকে দূরে
তাও তো এক জীবন
যেখানে শব্দ আলাদা, সত্য আলাদা
সারাদিন কাঠে কাঠ ঘসে আগুনের আয়োজন করি
যদিও প্রতিটি স্বমেহন আদতে এক সঙ্গমবাসনা
কেবলমাত্র সঙ্গম
ঈশ্বরের দিকে নিয়ে যায়
সত্য এবং শব্দ যেখানে মিলেমিশে
আদিগন্ত চৌম্বক ক্ষেত্র
এক অন্তর্মুখী পথ
শুক্রাচার্য পৃথিবীর প্রথম কাব্য রচনা করেন;
পৃথিবী খুঁজে পায় মৃতসঞ্জীবনী
মহারাজের বজ্রে নয়
তাঁর সুশোভিত মঞ্চে নয়
আলোকবৃত্ত থেকে বহুদূরে এক নিজস্ব আলোয়
শব্দ তার স্বরূপ খুঁজে পায় সত্যমিলনে
সত্য তার স্বরূপ খুঁজে পায় শব্দগ্রহণে
এক মহাভাষ্যের জন্ম হয়।
সমস্ত ক্লান্তির শেষে
ব্যক্তিগত ঘরে
একাকী আলোয়
অন্তরালে
Comments