top of page

মেঘ ও রোদ / সুরজিৎ পোদ্দার

Updated: Aug 2

১.

 

সারাদিন মেঘ করেছিল—

 

তারপর, আকাশের একটা কোণা থেকে

গড়িয়ে পড়ল জল

 

দু'টো কিশোর, উদোম শরীর

সেই জলে দাপাদাপি করছে

আর থুথু দিচ্ছে

একে অপরের দিকে

 

কী দারুণ এক খেলা—

 

শিখতে শিখতে— কত বড় হয়ে গেলাম আমরা।






 

২.

 

চরাচর জুড়ে রোদ—

 

চারিদিকে এক ধোঁয়া ধোঁয়া ভাব

কিছুতেই দেখা যায় না

রাস্তার ওই পার

 

কংক্রিটের দেওয়াল ফাটিয়ে

একটা পলাশ গাছ

তার পায়ের কাছে ছড়ানো

কত ফুল— ছেঁড়া ছেঁড়া— শুকনো পাতা

 

তার মধ্যে কিছু খুঁজে চলেছে একটা শালিক—

 

কিংকর্তব্যবিমূঢ় এক জীবন

পেরিয়ে যেতে হবে

এই নিরক্ষর সাজে

 

ভাবতে ভাবতে কত না বইয়ের পাতা উল্টোই—

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page