top of page

দুটি কবিতা / সুপর্ণা মণ্ডল

Updated: Aug 7, 2023

গাছের কথা ভাবি


আজকাল পাখিরা খুব কাছে চলে আসে

ক্রমশ কি গাছ হয়ে উঠছি তবে?

নাকি এই ঘর এককালে

ছিল এক দীর্ঘদেহী গাছ

প্রজন্মের স্মৃতি সেই

ডালে বসা পাখি

বয়ে আনে জানালার গ্রিলে

জানালায় বসে বসে আমিও

গাছের কথা ভাবি।






দুরন্ত সব পথ


সব বাসের নাম দুরন্ত

দূর দূর চলে যায়

আবার ফেরত আসে সন্ধে নাগাদ

রাতের বেলায় কোন বাস চলে না

সব পথ তখন অন্তহীন হয়ে যায়।

Comments


bottom of page