গাছের কথা ভাবি
আজকাল পাখিরা খুব কাছে চলে আসে
ক্রমশ কি গাছ হয়ে উঠছি তবে?
নাকি এই ঘর এককালে
ছিল এক দীর্ঘদেহী গাছ
প্রজন্মের স্মৃতি সেই
ডালে বসা পাখি
বয়ে আনে জানালার গ্রিলে
জানালায় বসে বসে আমিও
গাছের কথা ভাবি।
দুরন্ত সব পথ
সব বাসের নাম দুরন্ত
দূর দূর চলে যায়
আবার ফেরত আসে সন্ধে নাগাদ
রাতের বেলায় কোন বাস চলে না
সব পথ তখন অন্তহীন হয়ে যায়।
Comments