top of page

প্রিয় খেলা / সুন্দরম

Writer's picture: সুন্দরমসুন্দরম

তারপর, একসঙ্গে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে উঠব। দাঁত মাজার মতো রোজকার সম্পর্ক... হারিয়ে যাওয়া গানের খাতা; ভুল করে কেচে ফেলা শার্টের বুকপকেটে চ্যাপ্টা ফুল, দলা পাকানো সিনেমার টিকিটের ক্লান্ত, ধূসর শরীর মনে করাবে, ভালোবাসা নাম্নী প্রিয় খেলা ছিল একদা; তারপর, আমরা শিখে নেব চোস্ত সংলাপ; প্রাত্যহিক রেওয়াজবশতঃ ঢুকে পড়ব স্বামী ও স্ত্রী'র চরিত্রে...

コメント


bottom of page