একান্ত সাক্ষাৎকার
কী আছে আপনার?
'শহরতলীতে বড় হওয়া এক ছাপোষা জীবন'
জীবনে কী আছে?
'মধ্যবিত্ত পরিবারে মায়ামমতার নাগপাশ'
আর কিছু নেই?
'অবশ্যই আছে, ওই সীমাহীন রাত্রির আকাশ'
আর কিছু নেই?
'আছে, গাঢ় রাত্রিশেষে ঠিকরে আসা আহির ভৈরব'
আর কিছুই কি নয়?
'আছে এক অলৌকিক, দৈব বিপরীতের ইশারা'
সেটা কীরকম?
'বাগানের নয়নতারাটি, আর আকাশের কোটি নয়নতারা'
বললে ভাববে গল্প
সারাটা জীবনই কবিতা
বললে ভাববে গল্প
টিমটিমে এক শৈশব
লেখে সেই সংকল্প
সারাটা জীবনই কবিতা
সদলে টিফিন-পালানো
কৈশোর, এক দাবানল
আয়ু বরাবর জ্বালানো
সারাটা জীবনই কবিতা
মধু আর মদে আর্দ্র
যৌবন এক আহুতি
পুড়ে ছাই, ছোঁয়ামাত্র
সারাটা জীবনই কবিতা
প্রৌঢ় যেমন স্থিতধী
শস্যখামার পেরিয়ে
পায় ক্ষুধাহীন বিরতি
সারাটা জীবনই কবিতা
পরিপূর্ণ যে মৃত্যু
তা পঞ্চভূতে মিশলেও
বিকিরণ করে বিদ্যুৎ
চুপকথা হয়ে পাক খায়
রূপ পায় অতি অল্প
জীবনই লেখায় কবিতা
বললে ভাববে গল্প
Comments