এখন আমি নিজে লিখি
লবি করি কবে আমায় দিয়ে অন্য কেউ লিখিয়ে নেবে
ঈশ্বরের মতো করেই তাকে কলমের কালি খেতে ডাকি
জেগে থাকার মতো ঘুমিয়ে আছি এবং
টুক ভেঙে যায় এই জেগে থাকা
জুঁই ফুলের অক্ষরগুলো দেখেই বুঝতে পারি
এতক্ষণ লিখছিলাম আমি।
ধ্যানের মতো করে সাজিনি কোনোদিন
তবু সাধকের রাতে সারারাত পোকামাকড় ধরি
ঈশ্বরের মতো করেই তাকে ডাকি
কলমের কালি খেতে ডাকি
অনন্ত জীবনে অন্তত সে
একটি রিফিলের কালি খেয়ে যাক
Comments