top of page

বিপন্ন বিস্ময় / সিন্টু প্রধান

Updated: Oct 12, 2023

এখন আমি নিজে লিখি

লবি করি কবে আমায় দিয়ে অন্য কেউ লিখিয়ে নেবে

ঈশ্বরের মতো করেই তাকে কলমের কালি খেতে ডাকি


জেগে থাকার মতো ঘুমিয়ে আছি এবং

টুক ভেঙে যায় এই জেগে থাকা

জুঁই ফুলের অক্ষরগুলো দেখেই বুঝতে পারি

এতক্ষণ লিখছিলাম আমি।


ধ্যানের মতো করে সাজিনি কোনোদিন

তবু সাধকের রাতে সারারাত পোকামাকড় ধরি

ঈশ্বরের মতো করেই তাকে ডাকি

কলমের কালি খেতে ডাকি


অনন্ত জীবনে অন্তত সে

একটি রিফিলের কালি খেয়ে যাক

Comments


bottom of page