top of page

প্রেমিক / সিন্টু প্রধান

Updated: Jun 6, 2023

টেথিসে সংকোচ লাগে

হৃৎপিন্ডে চাঁদ উঠলে বাড়তি চর্বি-পেশি ঘিরে ধরে পরশ


আঙুল ছেড়ে বেরিয়ে যাওয়া তীর

ভাসতে দেখলে জাগে না মাঝি হাওয়া

বরং ডুবে গেলে শুকিয়ে দিতাম জল


কেউ রোলার চালায় সুড়ঙ্গ গলি সারি রাস্তায়

মরমরিয়ে ভাঙে মটরের খোল বাদামের কাঁটা


রবার কাঠের স্নায়ু যতদূর লাফায় তত উচ্চতায় প্রেমিক হলাম কই—

Comments


bottom of page