top of page

অলকানন্দা তুমিও / শুক্লা গাঙ্গুলি

ফাটল থেকে চুঁইয়ে

ভিজিয়ে মাটি জানান দেওয়া গন্ধে

মিষ্টি ঠান্ডাক বাতাস


রুক্ষ পাহাড় পেছনে রেখে

কখন সে উচ্ছল দামিনী

চাট্টান উজাড় ফেনায় ফেনায়

বুঁদ মদালসায়-

নামতে নামতে বড় হতে থাকা

সারপেন্টাইন জিভচেরা সরীসৃপ


মহাসাগরের চোরাবালির নিষিদ্ধ হাতছানি


আমিও তলিয়ে হাবুডুবু

চিদাকাশ চিত্রিণীবৎ,একাকার


ভালোবাসার মেটাফর ভাববাচ্যে-

অলকানন্দা তুমিও?




কবি পরিচিতি


ভারতবর্ষের পুণে থেকে প্রকাশিত দুটি বাংলা পত্রিকা‘প্রবাসী সাথী’ ও ‘সমভাষ’-এর প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে মেরিল্যান্ড আমেরিকার উচ্চ ফ্যাশান হাউজে কর্মরত। বাংলা ভাষার বিশ্বব্যপী বহু পত্রিকার সাথে কবিতায় যুক্ত।


Comments


bottom of page