top of page

দুটি কবিতা / সায়ন্তনী হোড়

Updated: Aug 7, 2023

অপেক্ষার অধ্যায়


ক্ষয়ে যাওয়া মুহূর্তের পাশে একটা প্রজাপতি এসে বসলে অনুভূতির আয়ু ক্ষরণ হয়


যতটা সম্ভব তামাটে দুপুরের দিকে

সরিয়ে দিই আলোকরেখাকে

তখন গাঢ় এক অস্থিরতায় ভিজে যায় কাগজের নৌকা


স্টেশনের নিভে যাওয়া আলো, ধূসরিত কাঠগোলাপ চেয়ে আছে অপেক্ষার দিকে

আর তাকে না দেখার বিকেলগুলো ঝরাপাতার মতো গড়িয়ে পড়ছে শব্দমালার কাছে...







আত্মরেখার চিত্র


বেলী ফুলের পাপড়ির মতো

ছোটো ছোটো ভালো লাগা খসে পড়ে

আকাশের দিকে

স্নায়ুহীন একটা পাঁজরের মধ্যে বেড়ে ওঠে

দিনযাপনের স্বর

ঋতুবদলের সময় আরো গভীর হয়ে আসে সেই স্বর


আয়নার সামনে স্বেদবিন্দু দৃঢ় হলে নিজেকে উপড়ে ফেলা জলছাপ মনে হয়

আরো এক অন্ধকার কোণায় পৌঁছে চলেছি

যেখানে শুষ্ক মৌসুমের চাদর পাতা আছে



Comentarios


bottom of page