অপেক্ষার অধ্যায়
ক্ষয়ে যাওয়া মুহূর্তের পাশে একটা প্রজাপতি এসে বসলে অনুভূতির আয়ু ক্ষরণ হয়
যতটা সম্ভব তামাটে দুপুরের দিকে
সরিয়ে দিই আলোকরেখাকে
তখন গাঢ় এক অস্থিরতায় ভিজে যায় কাগজের নৌকা
স্টেশনের নিভে যাওয়া আলো, ধূসরিত কাঠগোলাপ চেয়ে আছে অপেক্ষার দিকে
আর তাকে না দেখার বিকেলগুলো ঝরাপাতার মতো গড়িয়ে পড়ছে শব্দমালার কাছে...
আত্মরেখার চিত্র
বেলী ফুলের পাপড়ির মতো
ছোটো ছোটো ভালো লাগা খসে পড়ে
আকাশের দিকে
স্নায়ুহীন একটা পাঁজরের মধ্যে বেড়ে ওঠে
দিনযাপনের স্বর
ঋতুবদলের সময় আরো গভীর হয়ে আসে সেই স্বর
আয়নার সামনে স্বেদবিন্দু দৃঢ় হলে নিজেকে উপড়ে ফেলা জলছাপ মনে হয়
আরো এক অন্ধকার কোণায় পৌঁছে চলেছি
যেখানে শুষ্ক মৌসুমের চাদর পাতা আছে
Comentarios