দুরন্ত ভাবুক প্রেম-স্পর্শ ছিঁড়ে উড়ে যায় গোধূলির গানে
একথা সেকথা নিয়ে বহু ভাষা হল, বহু কোলাহল
শরসন্ধানেই যার খসে গেছে স্বর
সেও আজ ফুল্লপ্রাণ, নিহিত ঈশ্বর তার
খঞ্জিরা বাজায়। পুঞ্জপুঞ্জ মেঘেদের মতো
যত ডানা, ডানার আশ্রয়
সেতুখানি দুলে ওঠে মদ ও মায়ায়
দূর দূর প্রান্ত হতে জড়ো হয়
বিষাদের মূর্ত পাখি দগ্ধডানা কোলাহল
পার হয়ে মহাজাগতিক বীণা।
Comentários