top of page

দুটি কবিতা / সৌম্যজিৎ আচার্য

Updated: Aug 2

হাঁটতে হাঁটতে এক বাছুর

 

হাঁটতে হাঁটতে এক বাছুর একদিন ঢুকে পড়ল ফেসবুকের ভেতর।

বাছুরের মা তাকে খুঁজতে নদীর পাড়ে গেল। তার বাবা গেল কর্পোরেশনের মাঠে। বাছুরের মনিব প্রথমে থানায় রিপোর্ট করল। তারপর গেল পশু অধিকার সমিতির কাছে। কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। ফলে মনিবের স্ত্রী ফেসবুকে একটা নতুন একাউন্ট খুলল। একাউন্টটির নাম দিল, পাখি মোর, ঘরে আয়। অনেক পাখি উড়ে এল ওই একাউন্টে। বদরি পাখি ঠোঁটে করে নিয়ে এল শিমুল ফুলের আলো। চড়াই আনল নিঝুম দুপুর। বালিতে ভেঙে যাওয়া মাস্তুল টেনে আনল বক। কিন্তু বাছুর ফিরে এল না

 

মনিবের ছেলে, ফেসবুকে স্ট্যাটাস দিল,মিসিং ইউ ডিউড। আর সেই স্ট্যাটাসে মনিবের মেয়ে লিখল, লাভ ফরএভার…

 

তবু বাছুর ফিরল না। হাঁটতে হাঁটতে সে তখন চলে গেছে অনেক অনেক দূর। যেখানে জলের পাশে সন্ধে রেখেছে কেউ। জাহাজের গায়ে বৃষ্টি ফোঁটার দাগ। ঢেউগুলোতে যাত্রার কারুকৃতি। ডাক দিচ্ছে সুদূরের আলো সাজ...

 




 

 

তোমার ইনবক্সে

 

তোমার ইনবক্স জুড়ে দীঘি রেখে আসি

রেখেছি হাসনুহানা আলো আর ঢেউ  জল

তুমিতো নৌকা হবে বলেই, কাঠুরে খুঁজেছ

আমি গাছ হয়ে দিই তবে, সমস্ত বল্কল...

 

Comments


bottom of page