সে আমার অতঃপরে
নেমে আসা গৌণ বয়স
সে তোমার অল্প জলে
ডুবে থাকা ঘরের জামা
যে তোমার গর্ভাকারে
ঢুকে ফের বেরুচ্ছিল ,
সে জানে ঠিক কতটা
উপশম কার কবিতা !
আমি স্রেফ স্বপ্নে দেখি
কেন তার সুষম খাবার
চুরি করে ঢুকছি গিয়ে
কোন আলোর পিছল বেয়ে !
পিছলের সবটুকু ভূত
পিছলের গন্ধটি খুব
রাষ্ট্রেও লুব্ধ করে !
ওহে, উদ্বাস্তু বকুল…
Comments