top of page

বাতাসেরা এলে / সব্যসাচী মজুমদার


বাতাসেরা এলে খুশি হয়ে যাওয়া পশু, মেয়ের মতন পাড় হয়ে যাও রাস্তা। ডগোমগোখানি পুজো কিনতেই যাচ্ছিল। দেখো, পেছনে মায়ের পেছনে বাবার নারকোল গাছ। শরতের রোদে অতিকায় এক রাস্তা পেরিয়ে

তুমি ছুটে ছুটে ঢুকেই চলেছ, গ্রন্থের বুকে।


ধরা যাক এক হাজার বছর পেছনের দিনে এসে পড়েছিলে। চারদিকে জলা জঙ্গল আর বেঁকে গেছে নদী।রাস্তা পেরোলে। গানের ছেলেরা পাতা কুড়োচ্ছে।


ছোটো ছোটো জলকুণ্ডী পেরিয়ে যেই গিয়ে তুলে নিলে সব পাখির পালক,অমনি তোমার হাত চেপে ধরে বোকাসোকা এক প্রকাণ্ড লোক বলে উঠেছিলো, বৃষ্টি আসছে...

Comments


bottom of page