বনেদি বাড়ির মতো দেবতার ঠায়
দেখেছি পাখির দেহ অসম্ভবতায়
পাখির কুলের দিকে উড়ে চলে গেল…
মেলো, হে, তোমার মুখ, পড়ে ফেল জেনও।
জেনের অনেক দৈব…দৈবক প্রচুর
তুমি তার হাতে টেনো ঝকঝকে ক্ষুর।
কৌটোর ভেতর দিও ঠুসে রাক্ষসীকে।
তার দেশে সব কবি খেতে পায়। লিখে…
গাছ খায়, দেব খায় অর্থাতীতভাবে।
ওদের সম্মুখে তুমি কীভাবে জড়াবে
এই অঙ্গ, সারা অঙ্গ…বিবিধ পুতুল?
রয়ে গেছো পাশাপাশি মৃত আর নুন।
ক্রমশঃ গাছেই যাই। সম্বিতের ক্ষত
আমাকে বোঝালো তুমি গোসাপ মূলত…
Comments