(ভাস্কর চক্রবর্তী, শ্রদ্ধাস্পদেষু)
বেজায় শীত পড়লে মেয়েরা চিনিয়ে দেয়
মরচে-পড়া পেরেকের নিঃশ্বাস বেয়ে
নেমে আসে ছোট ছোট আধুনিক প্রেম
আমি রহস্যময় প্রেমিক,
ঘরের আত্মীয়তা কুড়িয়ে
তাসের মতো বাটতে থাকি আদর
ভাঙাচোরা স্বপ্নের উচ্চতা মেপে দেখি
পরিযায়ী পাখিরা এসেছে উঠোনে
পালক পেয়ে অনিবার্য খুশি হয় প্রেমিক
তারপর...
উড়ে গেলে মায়া লাগে, কষ্ট লাগে খুব ।
কবি পরিচিতি
বিজ্ঞান চর্চার পাশাপাশি ভারত-বাংলাদেশেরউল্লেখযোগ্য পত্রপত্রিকায় লেখালিখি শুরু নব্বই-এর দশকে।প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা আট। স্বাভাবিক ছন্দময়তার কারণে অনেক কবিতা সুরারোপিত হয়েছে। ২০১৬সালে ভাষানগর পুরস্কার, ২০১৯ সালে বই-পার্বণ সম্মাননা ও কবিতা অবলম্বনে নির্মিত গানের জন্য ২০২০ সালে মিরচি মিউজিক এ্যাওয়ার্ড পেয়েছেন।
Comments