top of page

কীট / রাজীব লোচন মাহাত

Updated: Mar 30, 2024


 

জমিতে শব্দ বুনেছিলাম

লকলক করে বেড়ে উঠেছিল শস্য সুন্দর।

কুসুমের সৌরভে চারপাশ উদাস হয়ে থাকত।

 

জমির সুষমা উথলে উঠেছিল আমার চিত্তে।

 

হঠাৎ পোকারা প্রবেশ করে ক্ষেতে।

সর্বস্ব ভাগাভাগি করে খেয়ে চলে যায়।

 

দানাহীন শস্যের সঙ্গে পড়ে থাকে

হতভাগ্য চাষি।

Comments


bottom of page