top of page

হারিয়ে যাওয়ার রঙ লাল / প্রবুদ্ধ ঘোষ

(নাজিব আহমেদ ও তার মতো অনেককে মনে রেখে)


এই মহাদেশে মানুষ হারিয়ে যায়

হেমন্তবিকেলের মতো—

ফেলে যায় চশমা, হিসেবের খাতা, লিফলেট,

এশার আজান, হাতের তালুর ঘাম,

মুঠোভরা হাত ছেড়ে যায়

কতদূরে যায় তারা?


কী অনায়াসে

স্লোগানের শেষে মিছিল ফিরেছে ঘরে

মিছিলে পিটিয়ে খুব পুলিশ ফিরেছে ঘরে

পুলিশকে শাবাসি ছুঁড়ে শাসক ফিরেছে ঘরে

ফাঁপা মানুষের হাতে ভালবাসা দিয়ে

মানুষ হারিয়ে যায় এই মহাদেশে। অবেলায়।

আইকার্ড, জ্বরের ওষুধ ফেলে যায়

ডাকনাম, ইস্তেহার, মাছটুকু মাখা ভাতের গরাস রেখে

মুছে যায় হেমন্তের রোদের মতো


পরের মিছিলে

কিছুটা পতাকা আরও গাঢ়, লাল হয়ে আসে

Comments


bottom of page