top of page

দুটি কবিতা / প্রিয়াঙ্কা চৌধুরী

Updated: Aug 2

বেকুব

 

সাবানের ফেনায় ভাসতে ভাসতে

পালকের মতো উড়তে উড়তে

ভিনগ্রহে টুপ করে পড়ে গেছি

 

ওমা! দেখি পাখিদের বাসা দোতলা-তেতলা

বেড়াল-বেড়ালী ইয়াব্বড় হাতির মতন

গাছের কোটরে মানুষ গুটিসুটি মেরে আছে

পথ চলতে ভয় করে...

কখন পিঁপড়ে মাড়িয়ে চলে যায়!

 

 






শুল্ক

 

আপনি জানেন না। জানবার কথা নয়।

যে বাতাস ভেদ করে, মেঘ ফুঁড়ে যাতায়াত করেন

তারই সামান্য দূরত্বে আমি থাকি।

ছাইপাশ ভেবে ভেবে সরকারি কর দিই।

ঘুপচি একটা ঘরে দিনরাত টাকা গোনে, পাড়ার ছেলেটি

 

আমিও তেমন করে এক কোণে বসে থাকি,

মুদ্রামুদ্রাসম মুহূর্ত জমাই

পথচারী দের থেকে।

দুর্নীতি করি না, তাই

আমার দিব্য চলে যায়।

সারা মাস, সারাটা বছর...

Comments


bottom of page