ভবঘুরে এ জীবন কাটাকুটি খেলা
কিছুদিন অপার নিয়তি
কল্পতরু আসঙ্গের সুখ
উলঙ্গ বধির হয়ে সোমরস পান
হিরণ্যগর্ভের দাহ বিবরের কথা
ছিটকে পালাতে চাই শবরের তীরের মতন
অলক্ষ্যে গোপন সুতো টেনে রাখে কেউ
কাকচক্ষু চঞ্চুজলে প্রতিবিম্ব ভাসে
মৈত্রেয় জাতক কথা
এ নারীর জলজন্ম অনিবার্য পায়েস রন্ধন
কপট মুদ্রার নিচে গোপন আভাস
পদ্মবনে সাপ ঘোরে, আগুনের ভয় বারোমাস
কলস ছুঁইনি বলে ধিকিধিকি কোটরে আগুন
সুবর্ণগোধিকা ফেলে কালকেতু একা চলে যায়
Comments