top of page

ছায়াচিহ্ন / প্রবালকুমার বসু


একটা ছায়া ক্রমশ দীর্ঘ হতে হতে

নদীর ওপর ভাসছে

ছায়াটা যে কার কেউই জানে না


আমার নিজের ছায়াটা খুঁজে পাচ্ছি না বেশ কিছুদিন

তাহলে ছায়াটা কি আমার?

এক ঝাঁক কিশোরী বকের মত মেঘ

তাহলে ছায়াটা কি মেঘের

নাকি অন্য কোনো নদীর?


আমি কি সাঁতরে যাব ছায়া অবধি

গিয়ে যদি দেখি ছায়াটা অন্য কারো

যদি দেখি ছায়াটা মৃত?

অথবা যদি আবিষ্কার করি ছায়াটা আমারই

পারব সাঁতরে ওকে পাড়ে তুলতে?


অধিকাংশ মানুষই আমার মত

ছায়া নিয়ে সংশয় কিছুতেই কাটাতে পারে না

কেবল নদীর পাড় বরাবর হাঁটাহাঁটি করে

আর ভাবে ছায়াটা যদি ভেসে এসে তীরে লাগে

কিন্তু ছায়া দেখে কি নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যায়?

অধিকাংশ মানুষেরই কোনো সিদ্ধান্তে শেষমেষ পৌঁছনো হয় না

Comments


bottom of page