বাঁশি বাজে সুরে,
সুরে সুরে ভরে থাকে মন,
তারামণ্ডল হাতে ঠাকুরবাড়ির
চৌকাঠ ডিঙোয় বাঁশিওলা,
কণ্ঠে লিপিকা, নৃত্যে রাজা, মুদ্রায় রক্তকরবী।
শ্যামার হাতে হাত বজ্রসেনের, বিষ অমৃত
হয়ে ঝরে পড়ছে, ঝরছে বকুল, বেল,
আনন্দধারায় ধ্যানে মগ্ন রবীন্দ্রনাথ।
নতুন কবিতার উদ্বোধন হতে পারে আজ
অথবা কোনো নাটকের বা ছোটো গল্পের
বা উপন্যাসের, সূর্য-সকালে রবিবাবুর
জন্মদিনে চেতনায় বিন্দু বিন্দু সুর-জল
ভরে দিচ্ছে ঈশ্বর-বাঁশিওলা।
Comments