top of page

ছেঁড়া শিকড়ের সেতু / শোভন ভট্টাচার্য

মাথায় আকাশ ভেঙে পড়ছে

পায়ের মাটিও টলোমলো

এগোবার রাস্তা আর নেই

এবার পিছিয়ে যাই চলো।

 

নাসার হাবল্‌ টেলিস্কোপ

সৃষ্টি-রহস্যের খোঁজ নিতে

পাড়ি দেয় যেমন সুদূর

ব্রহ্মাণ্ডের আদিম অতীতে…

 

এবার পিছিয়ে যাই চলো

অন্ধকারে, কুয়াশায়, শীতে।

উন্নয়নমুখী সভ্যতার

নিভৃত নির্জন বিপরীতে। 

 

সামনে স্বরচিত মরুভূমি

তেল-জল-কয়লাহীন খাদ।

গলে গিয়ে যত হিমবাহ

নদী যেন মরণপ্রপাত।

 

সামনে ভয়াবহ জলস্ফীতি

সামনে বায়ুমণ্ডল আগুন

মানুষও মানুষ নেই আর

ভাইয়ের বিদ্বেষে ভাই খুন...

 

এবার পিছিয়ে যাই চলো

এগোলেই প্রলয় নির্ঘাত।

চলো, আঁকড়ে ধরা যায় যদি

ছেঁড়া শিকড়ের ছিন্ন হাত।

Comentários


bottom of page