top of page

সোয়েটার / মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া


 

ইচ্ছের ফাঁস লেগে গেছে

উল্টো আর সোজা ঘরে বোনা হচ্ছে

শীতের বনাঞ্চল ধুপিবন কুয়াশা চাঁদের

আপেল বাগান ঘিরে শান্ত বোতাম ঘর

হাতার দুপাশে জঙ্গলের চিকড়ি মিকড়ি

ঝোড়ো হাওয়ার ম্যাচিং বোতাম এঁটে দিলে

শান্ত উপত্যকা ফের চুপচাপ

অবশ স্নায়ু অর্ধসত্য এই সাঁকো পেরোতে চায়

মাথাভর্তি সবুজ পশম আর জোছনার আঁশে

মায়াবী ফাঁস লেগে যায়...

댓글


bottom of page