top of page

কৃপাসিন্ধু জল / পিন্টু ভট্টাচার্য

আমার দুর্গতি এই পরাগ পয়োধি জলে

অবিরাম আত্মনিষ্কৃতির কোলাহলে কাহিল

যা কিছু ভ্রূণ ভেজা কৃপাসিন্ধু আকর্ষণ

মাটিতে আমার নৈঋত নিহিত অনুকম্পা

তার বুকে ওই ছোটো ছোটো ঘর

সহজেই বেঁধে নিতে পারি নদীর সম্মতিতে

আমার জীবনে জলজ বিস্ফোরণ

সঠিক পরিণতির বৈপরীত্যে এক মহান দৈত্য হতে পারে


সূর্য চাঁদেরা অবৈধ সন্তানের মতো শুধু আমার দুর্গতির ওপর নির্ভর

Comments


bottom of page