মিলনের মুহূর্ত
সারাদিন-সারারাত টেলিস্কোপ নিয়ে
পড়ে থাকে মিলন। হুবহু একই দেখতে
তাই কেউ চিনতে পারে না আমাদের।
মাঝে মাঝে আমি ওর মৃদু জামা পরি।
আমাদের সমস্থানিক এ বিশ্বে রয়েছে কোথাও!
মিলন কি মিলনেরই পাশে এসে বসে?
বজ্রের কাছে আসে তীব্র আকাশ?
জানি না! এই বিপুল প্রবাহ— দূর
গ্রহাণুর দিকে চেয়ে থাকা বোকা টেলিস্কোপ
ভাবে, তারই ভিতর দিয়ে সমলিঙ্গ
দুজন মানুষ উড়ে যাচ্ছে অন্য চরাচরে।
অপূর্ব দহন
মানুষের মনের ভিতর অনেক ঘূর্ণিপথে
আজ বসে আছে মানুষ।
এ-পথে সে-পথে তাই সন্ধের মুখে কিছুটা হেঁটে
আসে সে। একটি নির্জন পুকুরের পাশে বসে
ভাবে, কী হল তার, কী হল এই জীবন!
দুঃখ এলে, খুব বৃষ্টি, আকাশপানে তাকায়—
সে ভেজেনা, পুড়তে থাকে মন!
নিজেকে নিজেই ফেলে জীর্ণ বস্ত্র
শান্তশীল, পুকুর হয় মানুষ;
আর জলের অতল জলেই চলে অপূর্ব দহন।
Comments