top of page

জীবন ক্যালকুলাস / মৌসুমী ব্যানার্জী

জীবনের সঙ্গে জীবন সম্পৃক্ত করে বাঁচা

এ বড়ো সুখ

অনির্বচনীয় পাওয়া।

সুখ বাড়তে বাড়তে একদিন

limit going to infinity-র মতো

যন্ত্রণার নীলচূড়া।

জীবনের সঙ্গে জীবন সম্পৃক্ত করে বাঁচা

এ বড়ো যন্ত্রণা।


যাঁরা এই কারণে বলেন,

জীবনকে অমন জড়িয়োনা

শ্বাসরোধ হবে,

তাঁরা ক্যালকুলাস'টা

ঠিক মনন দিয়ে বোঝেননি।







কবি পরিচিতি


জন্ম এবং লেখাপড়া কলকাতায়। কর্মসূত্রে বিশ্বনাগরিক। কবিতা লেখার পাশাপাশি ছোটগল্প এবং প্রবন্ধও লেখেন। দেশ, বাংলা লাইভ, পরবাস, ইরাবতী, কেয়াপাতা, সাহিত্য ক্যাফে ইত্যাদি বহু পত্রিকায় নিয়মিত লেখালিখি। প্রকাশিত কাব্যগ্রন্থ: একলাঘর। আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানের বায়োস্ট্যাটিসটিক্স-এর অধ্যাপক।


Comentarios


bottom of page