চিবুকে দুঃখের ছায়া তিল হয়ে ফোটে
সেই তিল যদি ভালোবাসি
ছায়া আরো গাঢ় হয়, ঘন হয়ে আসে...
পুনশ্চঃ
ঘরে ফিরে আসি…
#
আসলে কিছুই না
তুমি এক কম্পমান আলো!
বহুদূর জল-ঘেরা নির্জনে
জ্বলে আছো
অন্ধ দীপাধার, তাকে আনমনে খোঁজে …
#
জল বয়ে চলে গেছে
শুখা খাত ফেলে গেছে নদী
প্রাচীন শৈবাল আর
জলজ প্রাণের কঙ্কাল
পড়ে আছে রোদে
চেয়ে আছি,
একটি প্রাচীন বক উড়ে আসে যদি...
#
জ্যোৎস্নায় পুড়ে যাচ্ছে গা!
এই কি সেই অসংগতি?
যা আমায় বুঝে নিতে হবে দীর্ঘ দীর্ঘ অপেক্ষার পর...
#
একদিন হেঁটে হেঁটে বহুদূর কুয়াশায় ঢেকে
যেদিকে বেঁকেছে নদী
সেইদিকে বেঁকে
মোহনার গল্প শুরু, অস্তমিত চন্দ্রের থেকে...
#
তিনকাল ঘুমিয়ে থেকে আজ জেগে উঠলাম
দেখি চোখে ব্লেড বিঁধে যাওয়া রোদের সকাল!
উত্তুরে বাতাস বইছে মাধবীবাগানে।
আমাকে ঘুমন্ত দেখে ছিন্ন কাঁথা ঢেকে দিয়ে গেছে মহাকাল...
#
অতীত ভবিষ্যচারী, কখনো থাকিনা বর্তমানে
যদি জোর কর,
বিন্দুর উপরে কাল করে টলোমল
নিচে পতন-সম্ভবা খাদ,
টানছে অতল...
তার অর্থ চন্দ্র সূর্য কেহ নাহি জানে
#
জীবন রয়েছে শুয়ে
আগা গোড়া ধপধপে চাদরের মতো
কিনারায় কারুকার্য হারিয়েছে কূল।
তুমি তার প্রান্তে বসে সূচের আগায়
রঙিন সুতোয় তোলো অলৌকিক ফুল…
এর চেয়ে কম নয় জেনো
অথবা বেশিও নয় জীবনের মানে।
এটুকুই প্রথাগত ভুল...
#
'অভ্যেস হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে'--
ডাকতে ডাকতে, প্রকৃত সারস গেল উড়ে
যেদিকে সূর্যাস্ত...
#
যা কিছু আড়াল এই শান্ত জলের পাশাপাশি
এই ব্যর্থ নাম, ভোরের বাগানে রেখে আসি
তোমাকে চিনিনা তবু
অন্ধ ঘোড়ার পিঠে কিছুদূর ভালোবাসাবাসি
পরিচিতি
জন্ম ১৯৭৪
জন্ম, বেড়েওঠা ও বসবাস বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে।
প্রকাশিত বইঃ
কবিতা।
পরিণামহীন, শিরোনামহীন (২০০৬, প্রকাশক বন্ধু সজল কাইতি)
নাচে জন্ম নাচে মৃত্যু (২০১৫, রাবণ প্রকাশনী)
বুবুর সঙ্গে দ্রাক্ষাবনে (ভাষালিপি)
লেখো অশ্রু, লেখো (শুধু বিঘে দুই)
ম্যাটিনিতে রূপকথা টকীজে ( বইতরণী)
মাধুরীর সঙ্গে নাই কেউ ( রাবণ)
বকুল ডালের আঙুল ( ভাষালিপি)
বছরে বারোটি মাহ ( বিদুর)
এবং একটি গল্পগ্রন্থঃ
মাধবী বাগান
Comentarios