top of page

সূর্যমুখী / ইন্দ্রনীল সেনগুপ্ত

Updated: May 1, 2023

ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে বললে

সত্যিই ভালো থাকা যায়?

রাত্রি লন্ডভন্ড,

সূর্যমুখীর ক্ষেতে তোমার বুটের ছাপ—

এগিয়েছে নানা দিকে।

আমি দৌড়াচ্ছি কাদা পেরিয়ে তোমায় ধরব বলে,

গুঁজে দেব একটা সূর্যমুখী তোমার বন্দুকধারী হাতে।

যে শিশু আজ ভূমিষ্ঠ হবে তাকে দিও

শুধু এক মূহূর্তের হাসির জন্য।


আমরা তো এই হাসি নিয়েই বাঁচতে চেয়েছিলাম,

কথা ছিল বুকের কাছে হাত রেখে 'সি ইউ' বলার!


রাত্রি লন্ডভন্ড, শুয়ে পাশ ফেরাও কঠিন।

এভাবেই এখন ভালো থাকি আমরা—

স্থিরভাবে, ঘড়ি দেখে; অপেক্ষা সেইদিনের—

তুমি ক্লান্ত হয়ে বেআব্রু পথে অস্ত্র ছেড়ে গেলে

আবারও দেখা হবে তোমার সাথে সূর্যমুখীর ক্ষেতে।

1 Comment


diparun
Mar 06, 2023

Ukraine যুদ্ধের পটভূমিতে লেখা কবিতাটি ভালো। প্রথমে ভাবছিলাম গোলাপের কথা পরে ভাবলাম ও দেশে Sunflower 🌻 এর চাষ বেশি। শুভেচ্ছা জানাই।

Like
bottom of page