top of page

শূন্যতা লিখি / ইন্দ্রাণী পাল

Updated: Aug 7, 2023

আমার শোকের রাত টলোমলো

আমি তাকে ঝরে যেতে দিই চিত্রা নক্ষত্রে।

যত লিখি শূন্যতা বাড়ে

ফসলের মাঠ দিগন্ত ছড়ায়

এইসব লেখালেখি নিয়ে নীল খাম উড়ে যায়


সবকিছুই পূর্বনির্ধারিত; অনন্তের দিকে চলে যাওয়া

দু'কূল ছুঁয়ে ভেসে যাওয়া জলস্রোত

মুঠো মুঠো চাল ছুড়ে বিদায়ের দায় মেটানো


এসব জেনেই অসুখ তোমাকে গ্রহণ করেছি


এ দেহ আশীর্বাদী ছাই

দিনান্তেরজলপিপি

বৈশাখী ঝড়ে আম কুড়ানো মেয়েটি

বিকেলে নেমে আসা চাঁদ

শূন্যতালিখি----

লিখি শূন্য।

Comments


bottom of page