আমার শোকের রাত টলোমলো
আমি তাকে ঝরে যেতে দিই চিত্রা নক্ষত্রে।
যত লিখি শূন্যতা বাড়ে
ফসলের মাঠ দিগন্ত ছড়ায়
এইসব লেখালেখি নিয়ে নীল খাম উড়ে যায়
সবকিছুই পূর্বনির্ধারিত; অনন্তের দিকে চলে যাওয়া
দু'কূল ছুঁয়ে ভেসে যাওয়া জলস্রোত
মুঠো মুঠো চাল ছুড়ে বিদায়ের দায় মেটানো
এসব জেনেই অসুখ তোমাকে গ্রহণ করেছি
এ দেহ আশীর্বাদী ছাই
দিনান্তেরজলপিপি
বৈশাখী ঝড়ে আম কুড়ানো মেয়েটি
বিকেলে নেমে আসা চাঁদ
শূন্যতালিখি----
লিখি শূন্য।
Comments