১
এতকাল আমার দু:খের পাশে তোমায় কী সুন্দর মানাতো!
এখন পেয়েছ বুঝি আমার দু:খের চেয়েও স্নিগ্ধ কারো চোখ
সযত্নে বসালে তোমার দু:খের পাশে
সুচতুর পৃথিবীতে বৃথাই মাধবীলতা দুয়ার আগলে পড়ে আছে
সরলতা কত জন্মের কপালের দোষ!
তোমার জন্য আলো হাতে এসেছে যে
দিগ দিগন্তের বিষাদ শুষে নিক
তোমার বুক থেকে বয়ে নিয়ে ধুলোবালি সরিয়ে দিক
সব মৃত্যুভয়
২
এখন জানো না জীবন ধুঁকছে চাঁদের দিকে
এলোচুলে ছাদে উঠে
নিজেকে মনে হয় যুদ্ধের শেষে জেগে থাকা এক ধ্বস্ত হাসপাতাল
শুশ্রূষা নেই, চারদিকে ঘন ধোঁয়া পাকিয়ে উঠেছে
আমার হাতের মুঠোয় ছেঁড়া ছেঁড়া চিরকুট
তেল ফুরনো প্রদীপ
খুঁজে ফিরে বেড়াচ্ছি অসুখ
অসুখের মন
Comments