top of page

সাক্ষী / দয়াময় মাহান্তী

Updated: Sep 12, 2023

আমার যতটুকু চরাচর

লিখি, মুছি, লিখি...


যত্ন দিয়ে যতদূর--


যন্ত্রণা ফেরত আছে

ফিরতি পথে তাই বৃষ্টি পড়ছে বাঁশগাছে

জল ঢুকছে হু হু


বাড়ি কি আশা করেছিল

যখন ফিরবো আর একা ফিরবো না ?


আমি কি দেওয়ালের কাছে অপরাধী

বিছানাটি কুঁকড়ে আছে অভিমানে ?


বাড়ি কি জানে,

আমাকে সম্পর্ক কেবল ডোমের কাজ দিয়েছিল

আমি আমার ভূমিকা পালন করে ফিরে এসেছি


চিতাদগ্ধ মানুষ মরে যায়, তবু ডোমের হাত ধরে না,

দেওয়াল কি বোঝে তা ?

বিছানা জানে ?


অসম্পূর্ণ মানুষের মতো ডোম দূরে বসে থেকে দেখে

সম্পর্ক গড়ে, সম্পর্ক পুড়ে যায় ।

Comments


bottom of page