বসন্ত কি খোল করতাল নিয়ে
ঝিনিক ঝিনিক ভোজপুরী গান গাওয়া...
বসন্ত কি উদ্দাম নাচ-নাচন
নেশার ঘোরে ঘুরছে ঘূর্ণি হাওয়া...
বসন্ত তো বোগেনভেলিয়া রঙ
কলের পাড়ে ছুঁড়ছে কারা কাদা
বসন্ত কি কালি গোলা জল?
আর আকাশ লাজে ভীষণ রকম সাদা?
বহুরী ঝি রাধাকৃষ্ণ সেজে
আবির খেলে গেলো উঠোন জুড়ে—
বসন্ত আর হুল্লোড় কি এক?
এই একটি দিন বারবার আসে ঘুরে।
বসন্ত কি পথভোলা এক পথিক?
মিছিলে শ্লোগানে আবিরে আনয়নে
যদিও কচিৎ দেখা মিলে যায় তার
বসন্ত কি বিরাজে মানবমননে?
না কি সবটাই দেখনদারির হেফাজতে
সমৃদ্ধি প্রকাশে আবির গুলাল ব্রতী
উড়িয়ে ফাগ ফাগুনের নীলাকাশে
সংকল্প রাখে প্রেমপরায়ণমতি?
চাঁদমণির জারুল ফোটাবে না আর ফুল
সভ্যতার বলি হতে হতে
তাই যদিও দেখি বসন্ত অলিতে গলিতে
বসন্ত আর আসে না রাজপথে।
댓글