top of page

আখ্যান / বিমল গুহ

Writer's picture: বিমল গুহবিমল গুহ

Updated: Dec 4, 2022

সূর্যোদয়ের লাল দেখেছিলো যারা একদিন

তারা নানাভাবে আমাদের রঙের মাহাত্ম্য শিখিয়েছে;

কেউ কেউ বলেছিলো বস্তু-রং যৌবন-বন্দনা;

দীর্ঘ বালিয়াড়ির ভেতর কাঁকড়া যেমন

সূর্যের রঙে ন্যুব্জ হয়ে থাকে- ঠিক তেমনিই!

মানুষ কি জানে

মোহমুগ্ধ কাঁকড়াও কান পেতে ঢেউয়ের আখ্যান শুনে কাঁদে?

মানুষ কি জেনেছে কোনোদিন

কূলের সীমান্ত ছুঁয়ে আছড়ে-পড়া ঢেউগুলি এতকাল

কী বার্তা দিয়েছে আমাদের!

দীর্ঘ বালিয়াড়ির ভেতর উটপাখির মতন

আমরা কি থাকবো নীরবে মুখ গুঁজে চিরকাল?

সূর্যাস্তের রং দেখে খুশিতে মেতেছে যারা

তারা কেউ সূর্যের বেগুনিরশ্মির প্রভাবে দৃষ্টি হারিয়ে বসে আছে;

বুদ্ধির ফারাকটাই মানুষের বোঝা দরকার;

তখনই বুঝতো তারা উপকূলে আছড়ে-পড়া ঢেউয়ের আখ্যান!

Comments


bottom of page