top of page
Writer's pictureঅশোক কর

শব্দশিকারী / অশোক কর

নিভৃত অক্ষরে তোমাকে লেখার চেষ্টা করি

তুমি সেই উদাসী বাউল, কোথায় হারিয়ে যাও দূরে

শব্দ-জোনাকিরা আলোকিত তোমাকে ঘিরে

পিছু পিছু উড়ে আসে মুগ্ধ সুরেলা বাতাস…

তোমাকে ঘিরেই যত উন্মাদনা

তোমাকে ঘিরেই শব্দ-কোলাহল

আমার লেখা শব্দগুলো তখন কোরা-কাগজ

নিস্প্রভ সাদা পৃষ্ঠা, ঔজ্জ্বল্য হারিয়ে মৃয়মাণ!


মনে হয় অক্ষরেরা কবি’র নয়, শুধুই কবিতার

মোহ-মুগ্ধ জটিলতায় রক্তাক্ত হতে হয় কবিকেই

চেনা পথ ছেড়ে স্বপ্নাহত সে হেঁটে যায় নিরুদ্দেশ

ফিরে আসে চন্দ্রাহত সে স্বপ্নবিলাস সাথে নিয়ে

কবি তখন এক গ্রহান্তরের আগন্তুক

কবি তখন এক অবিনাশী স্বপ্নচারী

অলিক গন্তব্যে উন্মুখ ছুটে চলা সে শব্দ-শিকারী

মুগ্ধতা সাথে করে পিছু নেয় অনুগামী পাঠককুল!





কবি পরিচিতি


জন্ম বাংলাদেশে, রাজবাড়ি শহরে। কৈশোরউত্তীর্ণকাল থেকে শিল্পসাহিত্য চর্চার সাথে সংপৃক্ত। গল্প, কবিতা, প্রবন্ধ, শিল্পসমালোচনা ও অনুবাদে ব্যপ্ত। সম্পাদনা করেছেন “ঝলক” লিটল ম্যাগাজিন। প্রকাশিত কাব্যগ্রন্থ “পরাবাস্তবের আড়ালে”।বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী।


Comments


bottom of page