প্রকারন্তর, টার্ডিগ্রেড, কবিতা, সম্পর্ক, ফাঁকি, একজন
আর্যনীল মুখোপাধ্যায়
জেনে যাওয়া কথার প্রকারন্তর ভালোবাসে
বাংলা কবিতা।
টার্ডিগ্রেডের কথা লিখলে
মাত্র একজন খুঁজবে তাদের
বাকিরা ফাঁকি ভালোবাসে
পাখি ও পোকার সম্পর্কের চেয়ে
কবি পরিচিতি
কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। বাংলা, ইংরেজি ভাষায় ১৬টি বই লিখেছেন। কাব্যগ্রন্থের মধ্যে দীর্ঘতম আধুনিক বাংলা কবিতা ‘স্মৃতিলেখা’ (২০১৩)। দশটি আন্তর্জাতিক কাব্যসঙ্কলনে রয়েছে তাঁর কবিতা। পেশা কারিগরি গণিত, বাসা মার্কিন যুক্তরাষ্ট্র।
Comentarios