উত্তাপ নেই গোপন রুমালে
মৌমিতা পাল
অন্ধকার সাক্ষ্য দেবে
তোমার ফিরিয়ে দেওয়া মাটি
জলপ্রপাতের শব্দের মত আছড়ে পড়েছে।
হঠাৎ করে দেখলে
মফস্বলের মনে হয় বটে।
তবু তুমিই পারো আমার মতো
মেয়ের সঙ্গে নদী পাড়ি দিতে।
তোমার জন্য অপেক্ষা করেছি
শুকনো ঠোঁটে, আর
বর্ষা মঙ্গলে শুনেছি গর্ভবতী চাষী বউদের।
তুমি তখন রূপান্তরিত জীবনচক্রে
ভেজা চুলে পাশ ফিরে শোও
ভয়ে কাঁটা বউয়ের পাশে।
আর যাই হোক ,
তোমার পুরোনো
চিঠির তলব চাইব না।
তবু যদি পারো,জলহাতে উদ্ধার করো
এ বিষন্ন মেয়েকে।
আমার সমস্ত প্রশ্নের উত্তর দিলে
সমস্ত যুবতি আশ্লেষে
জড়িয়ে ধরবে অবশিষ্ট পাশবালিশ।
প্রলাপ পর্যায়
প্রগতি বৈরাগী একতারা
আমাকে বাঁচাবার কেউ নেই
রহস্য খুঁইয়ে আমি বেঁচেও থাকব না
মাঝখানটুকু ভরে আছে নীল মদ, ঘাসেদের চাট
আদিগন্ত ঢেকে দেওয়া ছেনালিলহর
বল, আমার মৃত্যুর পর
এ-সমস্ত সযতনে স্যানেলে জড়িয়ে
ভরে রাখবে বুকের পকেটে...
বল, যতবার, নতুন নতুন করে সম্পর্কে জড়াবে
(জড়াবে তা বুঝি, কবির স্বভাবে তার
সপ্রমাণ দাগ রেখে গেছ)
ঘরে এসে ছুঁয়ে ছেনে আমাকে জানাবে
ক্রোধ, শোক, ক্ষত নিয়ে, অগ্নিময় প্রেম নিয়ে
এখনও প্রতিটি শব্দে আমাকেই ঈশ্বরী ভেবেছ
ক্রস কানেকশন
মনোজ দে
ঠিকানা নির্ভুল। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর
রাগ স্বাভাবিক। তাই দু-চার কথা শোনাই যায়
অবশেষে শান্ত হও। দীর্ঘশ্বাস
সমস্ত নালিশ, অভিযোগ
এত মনোযোগ সহকারে যে শুনেছে
কীভাবে ফেরাবে তাকে? কোন অছিলায়
স্রোতা হিসাবে তারও তো তোমাকে দরকার
অপেক্ষা
শুভদীপ সেনশর্মা
একটা কবিতা না লিখলেই নয়
কারণ একটা কবিতার জন্য হয়ে যেতে পারে
একটি বিপ্লব
একটি বিপ্লব হয় - একটি মাত্র কারণে
একদল সৈন্য প্রস্তুত থাকে যুদ্ধের অপেক্ষায়
যেমন আমি অপেক্ষায় থাকি একটি কবিতার